রক সংগীতপ্রেমীদের জন্য আনন্দের খবর। আগামী ১৪ নভেম্বর ঢাকার মঞ্চ মাতাতে যাচ্ছেন দুই দেশের দুই কিংবদন্তি রকস্টার—বাংলাদেশের নগরবাউল জেমস এবং পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের প্রধান ভোকাল আলী আজমত।
এই বিশেষ কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন গ্রুপ। আয়োজকদের তথ্য অনুযায়ী, রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে এই জমকালো সন্ধ্যা। আয়োজক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, “নগরবাউল জেমস এবং আলী আজমত দুজনই সিনিয়র আর্টিস্ট, এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত। সম্ভবত পরবর্তীতে আরও শিল্পী যুক্ত হতে পারেন, তবে তা নিশ্চিত হলে আমরা সংবাদ মাধ্যমে ঘোষণা করব।”
তিনি আরও জানান, ব্যান্ড জুনুন পুরো দল নিয়ে আসছে না, শুধুমাত্র প্রধান ভোকাল আলী আজমত সলো আর্টিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন। কনসার্টটির নামকরণ করা হয়েছে ‘আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগরবাউল জেমস লাইভ ইন ঢাকা’।
এরই মধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রক ও কনসার্টের ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে—ভিআইপি ৬,৯৯৯ টাকা, প্রিমিয়াম ৩,৪৯৯ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১,৪৯৯ টাকা।
কনসার্টটি শুরু হবে সন্ধ্যা ৬টায়, দর্শকের জন্য গেট খুলবে বিকেল ৫টায়, এবং প্রবেশাধিকার রাত ৮টা পর্যন্ত থাকবে। সংগীতপ্রেমীদের জন্য এটি হবে এক অনন্য সন্ধ্যা, যেখানে দুই দেশের দুই কিংবদন্তি শিল্পীর সুরের মিলন ঘটবে। জেমসের বিখ্যাত নগরবাউল গান এবং আলী আজমতের মেলোডিক রক ভয়েস একসঙ্গে মঞ্চে ধ্বনিত হবে, যা বাংলাদেশে রকপ্রেমীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।