বলিউডের জনপ্রিয় হরর-কমেডি প্রোডাকশন হাউজ ম্যাডক ফিল্মস-এর আসন্ন সিনেমা ‘থাম্মা’-র দ্বিতীয় গান ‘দিলবার কি আঁখো কা’ মুক্তির পর থেকেই ঝড় তুলেছেন আইটেম কুইন নোরা ফাতেহি। এক দশক আগে ‘স্ত্রী’ সিনেমার জনপ্রিয় গান ‘কামরিয়া’ দিয়ে যিনি বলিউডে আলোড়ন তুলেছিলেন, এবার তিনি ফিরে এসেছেন নতুন রূপে, যেন এক “ফুল সার্কেল মোমেন্ট”।
গানটির সুর ও ভিজ্যুয়ালে রয়েছে অনন্য রেট্রো ফ্লেভার। পুরনো বলিউডের গ্ল্যামারকে আধুনিক বিট ও স্টাইলের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন ধাঁচ। জনপ্রিয় নৃত্যপরিচালক বিজয় গাঙ্গুলীর কোরিওগ্রাফি গানে ভর দিয়েছে বাড়তি মাত্রা, আর শক্তিশালী কণ্ঠে গানটিকে জীবন্ত করে তুলেছেন গায়িকা রাশমিত কর।
নিজের পারফর্ম্যান্স নিয়ে নোরা ফাতেহি বলেন, “দিলবার কি আঁখো কা পারফর্ম করা ছিল একদম রোমাঞ্চকর। প্রতিটি বিটে নাচতে গিয়ে আমি মনে করছিলাম, দর্শকরাও আমার সঙ্গে নাচতে চাইবেন। গানটি এক্সপ্লোসিভ, যেন হাই এনার্জি পারফর্ম্যান্স আর গ্ল্যামারের যুগে ফিরিয়ে নিয়ে গেছে। হুক স্টেপটা ভীষণ ক্যাচি।”
সুরকার জুটি সচিন-জিগার জানান, “আমরা চাইছিলাম গানটি যেন জীবন্ত মনে হয়—বিট, মিউজিক আর পারফর্মারের সংযোগ যেন প্রবল হয়। রাশমিতের কণ্ঠ আর নোরার পারফর্ম্যান্স ভিশনটাকে বাস্তবে রূপ দিয়েছে।”
গীতিকার অমিতাভ ভট্টাচার্য তার কথার জাদুতে গানে প্রেম, উচ্ছ্বাস ও রহস্যের ছোঁয়া দিয়েছেন।
এই দিওয়ালিতে মুক্তি পাবে ‘থাম্মা’, যেখানে রোমান্স, কমেডি, ড্রামা এবং অতিপ্রাকৃত রহস্য একসঙ্গে মিলে যাবে। ইতোমধ্যেই সিনেমার ট্রেলার সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে, আর ‘দিলবার কি আঁখো কা’ মুক্তির পর দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।