Ridge Bangla

দেশের অর্থনীতি স্বস্তিকর অবস্থায়: ড. সালেহউদ্দিন আহমেদ

দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে এবং এ কারণে সরকারের আত্মবিশ্বাসও বেড়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতি অতীতের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগে সূচক ১১ থেকে ১৪ শতাংশে ছিল, সেখান থেকে ৮ শতাংশে নামানো হয়েছে। এটা সহজ কাজ ছিল না। আমরা চাইছি খাদ্য ও অখাদ্য দুই ক্ষেত্রেই মূল্যস্ফীতি আরও কমাতে। তবে নন-ফুড খাত কিছুটা কঠিন, কারণ এর সঙ্গে পরিবহন, জ্বালানি ও বিদ্যুতের বিষয়গুলো জড়িত।”

দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো নয় এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের ভিত্তিই যখন খারাপ ছিল, সেটাকে নামিয়ে আনা সহজ ছিল না। তবুও আমরা সেটা করতে পেরেছি।”

আমেরিকার আরোপিত শুল্ক প্রসঙ্গে তিনি জানান, “শুল্ক ইতোমধ্যেই কার্যকর। এখন পর্যন্ত সার্বিকভাবে চার বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।”

নতুন পে-স্কেল প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।”

নির্বাচনে ৪২০ কোটি টাকা ব্যয়ে বডি ক্যামেরা কেনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, “এখন নয়, পরে বিষয়টি বোঝা যাবে।”

দারিদ্র্য বৃদ্ধির বিষয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “৫ হাজার লোকের ফোন ইন্টারভিউ নিয়ে দারিদ্র্যের হার নির্ধারণ করলে তা নির্ভরযোগ্য হয় না। প্রকৃত পরিস্থিতি বোঝার জন্য গভীর বিশ্লেষণ প্রয়োজন।”

তিনি আরও উল্লেখ করেন, অর্থনীতির বাস্তবতা মানুষই বোঝে। “অমর্ত্য সেন বলেছেন, প্রকৃত দারিদ্র্য মাপার জন্য সূচক লাগে না; দরিদ্র মানুষের চেহারাতেই তার প্রতিফলন ঘটে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন