Ridge Bangla

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার কোপে শিশুকন্যা নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে মাদকাসক্ত বাবার দা’য়ের কোপে ফারিহা সুলতানা (৫) নামে এক শিশুকন্যা নিহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ফারুক হোসেন ওই গ্রামের কাদের মাঝির ছেলে। ঘটনার সময় পারিবারিক ঝগড়ার একপর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে নিজের মেয়েকে দা দিয়ে আঘাত করেন এবং পরে পুকুরে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান জানান, পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফারুককে আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্তকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন