Ridge Bangla

সড়ক দুর্ঘটনার কবলে তেলুগু তারকা বিজয় দেবরাকোন্ডা

অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান্নার বাগদানের খবরের পর আবারও আলোচনার শীর্ষে এসেছেন বিজয়। এবার খবর এসেছে, সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তেলুগু তারকা। খবরটি প্রথমে জানিয়েছে নিউজ ১৮।

ভক্তদের আশ্বস্ত করতে ইনস্টাগ্রাম স্টোরিতে বিজয় নিজেই দুর্ঘটনার কথা জানান। তিনি লিখেছেন, “সব ঠিক আছে! গাড়িটা আঘাত পেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। এমনকি একটু জিম করে বাড়িও ফিরে এসেছি। মাথা ব্যথা করছে, তবে একটা বিরিয়ানি আর ঘুমই সব ঠিক করে দেবে। তাই দুশ্চিন্তা কোরো না, সবাইকে ভালোবাসা ও আলিঙ্গন।” এই বার্তার পর ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায়, হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে। বিজয় তখন অন্ধ্র প্রদেশের পুত্তাপার্থি থেকে হায়দরাবাদ ফিরছিলেন। তাঁর লেক্সাস এলএম৩৫০এইচ গাড়ি পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়। ধাক্কা দেওয়ার পর গাড়িটি দ্রুত পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বিজয়ের চালক থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর বিজয় এক বন্ধুর গাড়িতে করে নিরাপদে হায়দরাবাদে পৌঁছান। এছাড়া ভক্তরা অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিজয়ের সরাসরি বার্তার মাধ্যমে সকলের উৎকণ্ঠা কমেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন