দেশের কৃষি উৎপাদন বজায় রাখতে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ছয়টি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা উপদেষ্টা কমিটির ৪০ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে তৃতীয় লটের আওতায় ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪৩৫ মার্কিন ডলার, মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৯ কোটি ৯৯ লাখ টাকা।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড থেকে তিনটি লটে মোট ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে। প্রতিটি লটে ৪০ হাজার টন করে সার থাকবে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৭৬৮.৭৫ মার্কিন ডলার। তিন লটে সার আমদানির খরচ দাঁড়াবে প্রায় ১ হাজার ১২৯ কোটি টাকা।
অন্যদিকে, সৌদি আরবের মা’আদেন কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৭৮৪ ডলার, আর মোট ব্যয় হবে প্রায় ৩৮৩ কোটি ৮৫ লাখ টাকা।
এছাড়া কানাডার কানাডিয়ান কমার্সিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৬.২৫ মার্কিন ডলার। এই লটের মোট ব্যয় হবে প্রায় ১৭৪ কোটি ৪২ লাখ টাকা।