জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগত থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, কিছুদিনের মধ্যে হয়তো তিনি মঞ্চ ও স্টুডিও থেকে সরে আসবেন। এই সিদ্ধান্তের পেছনের কারণও নিজেই ব্যাখ্যা করেছেন তিনি।
গত রোববার সন্ধ্যায় রাজধানীর এক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের আয়োজিত ইভেন্টে অংশ নেন তাহসান। তিনি ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য গানে মঞ্চ মাতান এই শিল্পী। এ সময় ভক্তদের মধ্যে প্রশ্ন জাগে—এ কি তার শেষ পারফরম্যান্স?
উপস্থাপক সরাসরি জানতে চান, গান থেকে সরে যাওয়ার বিষয়টি কি সত্যি এবং এটি কি তার চূড়ান্ত সিদ্ধান্ত। জবাবে তাহসান বলেন, “আমি নিশ্চিত নই যে মঞ্চে এটি বলার সঠিক সময়। কারণ কথার অংশবিশেষ প্রায়ই সংবাদে অন্যরকম অর্থে চলে যায়। তাই সতর্ক থাকতে হয়।”
তিনি আরও জানান, অনেক বছর আগে তার ভাই বলেছেন, “সঙ্গীতশিল্পীদের জন্য ইন্ডাস্ট্রিতে সময়কাল সীমিত। কেন ঝুঁকি নিচ্ছ?” তখন তাহসান লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ শুরু করেছিলেন। ভাইয়ের কথায় তিনি শিখেছিলেন, শিল্পীর ক্যারিয়ার ক্ষণস্থায়ী হলেও শিল্পকর্ম দীর্ঘকাল মানুষের মনে থাকে।
তাহসান বলেন, “মানুষের ভালোবাসার শিখরে থাকতে থাকতে বিদায় নেওয়াই শ্রেয়। অন্য পেশায় অবসরের সুযোগ থাকে, কিন্তু শিল্পীজীবনে একসময় মানুষ ভুলে যায়। সেই ভোলার চেয়ে ভালোবাসা নিয়ে বিদায় নেওয়া শ্রেয়।”