Ridge Bangla

আঘাত নয়, ভালোবাসা নিয়েই বিদায় নিতে চান তাহসান

সংগীতশিল্পী তাহসান খানের ক্যারিয়ারও তাঁর সুর-ছন্দের মতোই সাবলীলভাবে এগোছিল। দীর্ঘ পঁচিশ বছর ধরে গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি। তবে ক্যারিয়ারের রজতজয়ন্তীতে পা রাখতেই এক ঘোষণায় ভক্তদের হৃদয় ভেঙে দেন তাহসান—তিনি আর গান করবেন না, নিজেকে গুটিয়ে নেবেন। সেই দিন ভক্তরা হতবাক হলেও কেউ কেউ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে অটল ছিলেন।

ভক্তরা চাইছিলেন, তাহসান আরও কিছুদিন তাদের মাঝে থাকুক, মঞ্চ মাতিয়ে মন জয় করুক। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ট্যুরে তাঁর শেষ পারফর্ম্যান্স ছিল, যেখানে তিনি জানিয়েছিলেন, এটি তাঁর শেষ ট্যুর। তবে ঢাকায় কিছু কাজ বা ইভেন্টে তিনি অংশ নেবেন, এরপরই গুটিয়ে নেবেন নিজেকে।

কয়েক সপ্তাহ পর ঢাকায় ফিরে মঞ্চে হাজির হন সেই চিরচেনা রূপে—কখনও বসে পিয়ানো বাজিয়ে, কখনও হাতে মাইক নিয়ে স্টেজে দাঁড়িয়ে টিম তাহসানের সঙ্গে গাইলেন গান, শ্রোতাদের মন জয় করলেন। রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে অংশ নেন তাহসান, যেখানে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। উপস্থিত অতিথিদের সামনে কয়েকটি গান পরিবেশন করেন। ভক্তদের মনে প্রশ্ন জাগে—এটাই কি তাহসানের শেষ পারফর্ম?

উপস্থাপক এ প্রশ্নের মুখোমুখি করলে তাহসান বলেন, “আমি মঞ্চে পুরো বিষয়টি বলতে পারি না, কারণ কেবল অংশবিশেষ সংবাদে যায়। তবে আমি মনে করি, একজন শিল্পীর মেয়াদকাল হয়তো সীমিত, কিন্তু শিল্পীর তৈরি ‘আর্ট’ তার বিদায়ের পরও থেকে যায়।”

তিনি বলেন, “আমি চাই মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিই। কারণ এই ক্যারিয়ারে ভুলে যাওয়া ভয়ঙ্কর। তাই ভালোবাসা নিয়েই বিদায় নেয়াই শ্রেষ্ঠ।” তাহসানের এই বার্তা তাঁর ভক্তদের মনে উজ্জ্বল ছাপ রেখেছে, যা প্রমাণ করে, তাঁর ক্যারিয়ারের সঙ্গেই মানুষের ভালোবাসা চিরস্থায়ী।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন