Ridge Bangla

প্রতারণা মামলায় শিল্পাকে জিজ্ঞাসাবাদ

মুম্বাই পুলিশ অর্থ জালিয়াতির মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার নাম উঠে আসার পর তদন্ত চালিয়ে যাচ্ছে। মাস দুয়েক আগে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগে মামলা রেকর্ড হয়। সম্প্রতি শিল্পা শেঠিকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে মুম্বাই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং-এর তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন।

সূত্র জানিয়েছে, শিল্পার মালিকানাধীন একটি সংস্থার অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা স্থানান্তর সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত শিল্পা শেঠিসহ পাঁচজনের বক্তব্য নথিভুক্ত হয়েছে। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শিল্পাকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার উল্লেখযোগ্য বক্তব্য রেকর্ড করা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, শিল্পার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় শিল্পা তার বিজ্ঞাপন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে হওয়া সন্দেহজনক লেনদেনসহ গুরুত্বপূর্ণ নথি পুলিশকে হস্তান্তর করেছেন। বর্তমানে এসব নথি যাচাই প্রক্রিয়াধীন। এর আগে, একই মামলায় রাজ কুন্দ্রার জবানবন্দি রেকর্ড করা হয়। তিনি হাজিরা দিয়ে বক্তব্য প্রদান করেছেন, তবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে চুপ ছিলেন, যার কারণে তাকে পুনরায় তলব করার পরিকল্পনা করা হয়েছে। রাজকে আগামী সপ্তাহে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকানো হবে।

ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে শিল্পা ও রাজ তার কাছ থেকে ব্যবসা সম্প্রসারণের নামে ৬০ কোটিরও বেশি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়েছেন। তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি চারজন অভিনেত্রীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর হয়েছে। তাদের মধ্যে রয়েছেন শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়া। এছাড়াও, কিছু লেনদেনের সূত্র পাওয়া গেছে বালাজি এন্টারটেইনমেন্টের অ্যাকাউন্টেও।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন