Ridge Bangla

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি, আটক ৩

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন ওই এলাকার আনসার আলী কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ভবানীপুর এলাকার তিন যুবক—জাহিদ (২৫), সামাউন (৩০) ও আশরাফুল (৩২)—একটি এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এসময় রিপন কাজী তাদের বাধা দিলে বাকবিতণ্ডার একপর্যায়ে জাহিদ রিপনের পেটে এয়ারগান দিয়ে গুলি করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর স্থানীয়রা তিন অভিযুক্তকে এয়ারগানসহ আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও এয়ারগান জব্দ করে তাঁদের থানায় নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন