Ridge Bangla

৯৮টি সন্তান নেওয়ার ইচ্ছে জানালেন পরীমনি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি আবারও ব্যক্তিজীবনের খোলামেলা মন্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি অংশ নেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দশম পর্বে, যেখানে নিজের পরিবার, ক্যারিয়ার ও স্বপ্ন নিয়ে খোলামেলা আলাপ করেন।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় প্রায় ১০০ মিনিটের এ অনুষ্ঠানে পরীমনি বলেন, “আগে খুব ভেবে চিন্তে কাজ করতাম না, এখন সন্তানদের কথা ভেবে সবকিছু করি। আগে কোনো সঞ্চয় ছিল না, কিন্তু এখন মাসে মাসে কিছু টাকা জমাই ওদের জন্য। আমার উপার্জনের সবটাই চাই সন্তানরা বড় হয়ে ভোগ করুক।”

হাস্যরসের ভঙ্গিতে তিনি আরও যোগ করেন, “আমি এখন পুণ্য আর প্রিয়মের মা। তবে স্বপ্ন দেখি আরও ৯৮টা সন্তান নেওয়ার। মোট ১০০ সন্তানের মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যেন আমাকে এত বড়লোক করেন, যাতে সন্তানদের মানুষের মতো মানুষ বানাতে পারি।”

এসময় পরীমনি দৃঢ়ভাবে বলেন, ব্যক্তি কিংবা অভিনেত্রী হিসেবে হয়তো ব্যর্থ হতে পারেন, কিন্তু মা হিসেবে তিনি কখনো ব্যর্থ হবেন না।

পডকাস্টে নায়িকা নিজের শোবিজে আসার শুরুর দিকের কথাও তুলে ধরেন। তিনি জানান, সিনেমায় আসার আগে তিনি নাচ শেখার স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, লজ্জায় আর স্কুলে ফেরা হয়নি।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। এই পর্বে পরীমনির অকপট স্বীকারোক্তি ও ভবিষ্যৎ স্বপ্ন ইতিমধ্যেই ভক্তদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন