Ridge Bangla

নিষিদ্ধ প্রেমের গল্প নিয়ে হাজির কৃতি স্যাননের ‘তেরে ইশক মে’

আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ ছবির টিজার অবশেষে প্রকাশিত হওয়ায় বলিউডে আলোচনার ঝড় উঠেছে। টিজার প্রকাশের মুহূর্তেই সবাই মনোযোগ দিয়েছেন প্রধান চরিত্রে অভিনয় করা কৃতি স্যাননের দিকে।

ছবিতে কৃতি অভিনয় করেছেন মুক্তি নামের এক নারীর চরিত্রে। চরিত্রটি ভালোবাসা, দায়িত্ব ও বেদনার মধ্যে জর্জরিত। টিজারে দেখা যায়, কখনো দুঃখ ভুলে মদের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছেন তিনি, আবার কখনো নিষিদ্ধ প্রেমের ঝড়ে দাঁড়িয়ে লড়ছেন। প্রতিটি দৃশ্যে কৃতির অভিনয় প্রকাশ করেছে তার খোলা আবেগ, ভঙ্গুরতা এবং চরিত্রের গভীর দৃষ্টিভঙ্গি।

ছবিতে কৃতির বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা ধানুশ, যিনি মুক্তির প্রতি তার চরিত্রের অনুভূতিকে আরও প্রাঞ্জল করেছেন। গল্পের পটভূমি হিসেবে বেনারসকে ব্যবহার করা হয়েছে, যেখানে এ. আর. রহমানের সুর ছবিকে দিয়েছে গভীর আবেগের ছোঁয়া। সুরের মায়া ও চরিত্রের দ্বন্দ্ব মিলে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক প্রেমকাহিনির আভাস।

দর্শক ও ভক্তরা ইতিমধ্যেই কৃতির অভিনয়কে তার ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী চরিত্র হিসেবে প্রশংসা করেছেন। টিজারের ছোট সময়সীমার পরিপ্রেক্ষিতে দর্শকরা ছবির পূর্ণ মুক্তি দেখার জন্য আগ্রহে অপেক্ষা করছেন।

২০২৫ সালের ২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘তেরে ইশক মে’, যা এক নিষিদ্ধ, আবেগঘন প্রেমের গল্প উপস্থাপন করবে। কৃতি স্যাননের আবেগপূর্ণ অভিনয় এবং ধানুশের সঙ্গে তার পর্দার রসায়ন ইতিমধ্যেই বলিউডে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন