সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম সম্প্রতি দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আলোচনায় আসেন। কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হঠাৎ করেই তার ওপর হামলা চালায়। তারা হিরো আলমকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
শনিবার (৪ অক্টোবর) হিরো আলম আফতাব নগরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানায় গিয়ে তিনি মামলা দায়ের করেন। মামলায় তিনি চারজনকে আসামি করেছেন। এর মধ্যে এক নম্বর আসামি করা হয়েছে আরেক কনটেন্ট ক্রিয়েটর মিথিলাকে, আর চার নম্বরে রয়েছেন ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভি।
হিরো আলমের দাবি, মিথিলা ও তার স্বামী তাকে হত্যার চেষ্টা চালিয়েছেন। একই সঙ্গে ম্যাক্স অভিও তার জীবননাশের ষড়যন্ত্রে জড়িত। তার ভাষ্য অনুযায়ী, ম্যাক্স অভির উদ্দেশ্য তাকে হত্যা করে আলোচিত নায়িকা রিয়া মনিকে বিয়ে করা। এ নিয়ে সে বিভিন্ন ভিডিওতেও মন্তব্য করেছে বলে অভিযোগ করেন হিরো আলম।
তিনি আরও বলেন, “মিথিলা ও তার স্বামী আমাকে মারতে চায়। অন্যদিকে, ম্যাক্স অভিও আমাকেও মারতে চায়। আমাকে সরিয়ে দিতে পারলেই সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে এমন ইচ্ছার কথাও প্রকাশ করেছে।” এ মামলায় আসামিদের তালিকায় রয়েছেন মিথিলা, তার স্বামী চমন, মিথিলার ভাই এবং ম্যাক্স অভি। বর্তমানে মামলার তদন্ত প্রক্রিয়া চলছে।