বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র শিল্প ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, মারাঠি ও উড়িয়া ভাষাসহ বিভিন্ন ভাষায় সিনেমা নির্মিত হয়। এই ইন্ডাস্ট্রিতে শুধু অভিনেতা-অভিনেত্রীরাই নন, পরিচালকরাও পারিশ্রমিকের দিক থেকে রেকর্ড গড়ছেন।
চলচ্চিত্র নির্মাণে দক্ষতা ও সাফল্যের ভিত্তিতে সাতজন ভারতীয় পরিচালক পারিশ্রমিকে শীর্ষে রয়েছেন। এরা শুধু ভারত নয়, বিশ্ব সিনেমা অঙ্গনেও পরিচিত ও সমাদৃত।
১. এস. এস. রাজামৌলি
‘বাহুবলী’ সিরিজ ও অস্কারজয়ী ‘আরআরআর’-এর পরিচালক রাজামৌলি বর্তমানে ভারতের সর্বাধিক আয়কারী পরিচালক। আইএমডিবির তথ্যমতে, তিনি একেকটি সিনেমার জন্য পারিশ্রমিক নেন প্রায় ২০০ কোটি টাকা।
২. সন্দীপ রেড্ডি ভাঙ্গা
‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং ‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ ভাঙ্গা তার অসাধারণ গল্প বলার জন্য পরিচিত। তিনি একেকটি সিনেমার জন্য ১০০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন।
৩. অ্যাটলি
‘জওয়ান’ সিনেমার মাধ্যমে শাহরুখ খানকে ঘিরে বক্স অফিসে ধামাকা করেছেন অ্যাটলি। জওয়ান সিনেমার পর তার পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছে ৩০ থেকে ১০০ কোটি টাকা। তিনি ‘বিগিল’, ‘বেবি জন’ সিনেমার পরিচালক হিসেবেও পরিচিত।
৪. প্রশান্ত নীল
‘কেজিএফ’ সিরিজ ও ‘সালার’ সিনেমার জন্য পরিচিত প্রশান্ত নীল এখন প্রতি ছবির জন্য নিচ্ছেন প্রায় ১০০ কোটি টাকা।
৫. রাজকুমার হিরানি
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’ ও সাম্প্রতিক ‘ডানকি’–র মতো জনপ্রিয় সিনেমার পরিচালক হিরানি প্রতিটি সিনেমা থেকে আয় করেন প্রায় ৮০ কোটি টাকা।
৬. সুকুমার
‘পুষ্পা ১’ ও আসন্ন ‘পুষ্পা ২’ সিনেমার পরিচালক সুকুমারও আয় করছেন প্রতি সিনেমায় ৭৫ কোটি টাকা।
৭. সঞ্জয় লীলা বনশালি
‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং সর্বশেষ ‘হীরামন্ডি’ নির্মাণ করে তিনি সিনেমা-প্রেমীদের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার পারিশ্রমিক ৫৫-৬৫ কোটি টাকা।
এই পরিচালকদের প্রতিভা ও বাজারমুখী সিনেমা নির্মাণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বৈশ্বিক মঞ্চে আরও বেশি পরিচিত করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস