বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তিনি খুব দ্রুতই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। সোমবার (৬ অক্টোবর) সকালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “কিছু সংগত কারণে এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি। তবে সময় এসে গেছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেশে ফিরব।” নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আমি রাজনীতি করি, জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময় দূরে থাকা সম্ভব নয়। যে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, সেই নির্বাচনে জনগণের মাঝেই থাকব।”
জুলাই আন্দোলন প্রসঙ্গে তারেক রহমান দাবি করেন, এই আন্দোলনের পেছনে শুধু কোনো ব্যক্তি নয়, বরং সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সাধারণ মানুষ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে শুধু দলীয় কর্মীরা নয়, মাদ্রাসাছাত্র, গৃহিণী, কৃষক, শ্রমিক, দোকান মালিক থেকে শুরু করে গার্মেন্টস কর্মী এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও অংশ নিয়েছিলেন।”
তিনি আরও উল্লেখ করেন, অনেক সাংবাদিক, যারা স্বৈরাচারের অত্যাচারে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তারাও আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তারেক রহমান বলেন, “আমরা কাউকেই ছোট করে দেখতে চাই না। গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষই এই আন্দোলনের অংশ। তাই আমি মনে করি, এ আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি বা দল নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।”