Ridge Bangla

বিজয়ার শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার ইয়াশ, পাশে দাঁড়ালেন তারকারা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন তিনি নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি কপালে সিঁদুর তিলক কেটে দুর্গার মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন। ক্যাপশনে ইয়াশ লিখেছেন, “শুভ বিজয়া।”

এই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে নেটিজেনদের একাংশ অভিনেতার ধর্মকে প্রশ্নবিদ্ধ করে বিদ্রুপময় মন্তব্য করতে শুরু করেন। কিছু মন্তব্য ছিল কটূক্তিমূলক ও ধর্মভিত্তিক, যা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

বিনোদন অঙ্গনের অনেক তারকা ইয়াশের পাশে দাঁড়ান। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন, “কারো পোস্টে বাজে মন্তব্য করা বা ভুয়া প্রোফাইল থেকে স্ল্যাং ব্যবহার করা সাহসের পরিচয় নয়। বরং তা আপনার নীচ মানসিকতাকেই প্রকাশ করে।”

অভিনেতা আরশ খান মন্তব্য করেছেন, “ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন। তার পরিচয় ধর্ম বা অঞ্চল দিয়ে নয়, শিল্পীসত্তার মাধ্যমে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার।” এছাড়া অভিনেতা রওনক হাসান, সুনেরাহ বিনতে কামাল এবং নির্মাতা শিহাব শাহীনসহ আরও অনেকে ইয়াশের প্রতি সমর্থন জানিয়েছেন।

ভক্তরাও অভিনেতার পাশে দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, “মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম ও মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।” অন্য একজন মন্তব্য করেছেন, “এসব কটূক্তিতে মন খারাপ করবেন না ভাই, আমরা চাই মানুষকে তার কাজের মাধ্যমে মূল্যায়ন করা হোক।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০১

আরো পড়ুন