Ridge Bangla

অভিনয় ছাড়ছেন হাসান মাসুদ, খুঁজছেন নতুন চাকরি

একসময় টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ এখন আর অভিনয়ে ফিরতে চান না। দীর্ঘদিন ধরে নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করলেও হঠাৎ করেই শোবিজ অঙ্গন থেকে হারিয়ে যান তিনি। সম্প্রতি আলোচনায় আসেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করার পর। এবার জানালেন, নতুন করে চাকরির খোঁজ করছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। যে ক্ষেত্রেই হোক না কেন সাংবাদিকতা, এডমিনিস্ট্রেশন বা অন্য কিছু। চাকরি পেলেই ঢুকে যাবো। অভিনয় থেকে সরে আসবো পুরোপুরি।” অভিনয়ের বাইরে তার অতীত জীবনে সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে। তবে সেটার জন্য ভালো অফার পেতে হবে।”

দর্শকদের উদ্দেশে তিনি অনুরোধ করে বলেন, “সবসময় সত্য কথা বলবেন। অনেস্ট থাকবেন। এখন পরকীয়ার প্রবণতা অনেক বেড়েছে। এটা থেকে বিরত থাকুন। তাহলেই সুখে থাকবেন।”

প্রসঙ্গত, হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলায় কর্মরত ছিলেন।

পরে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। এরপর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন এবং নাটকে নিয়মিত হয়ে ওঠেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘আমাদের সংসার’, ‘রঙের দুনিয়া’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন