Ridge Bangla

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাশের দেশ থেকে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৫ অক্টোবর) দুপুরে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্থিরতার পেছনে আন্তর্জাতিক হাতের প্রভাব রয়েছে এবং এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক জীবন ব্যাহত করতে পারে।

এর আগে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা সৃষ্টি হয়। টানা ৮ দিনের পর গত শনিবার (৪ অক্টোবর) জেলা প্রশাসন খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার ঘোষণা করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঘটনার মেডিক্যাল টেস্টে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, যা পার্বত্য এলাকায় উত্তেজনার মূল কারণ ছিল।

অপরদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টার ভারতের সংশ্লিষ্টতা নিয়ে মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে, মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অভিযোগ প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরে কোনো প্রভাব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানো হয়নি। এ ঘটনায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্তবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি অভ্যন্তরীণ অশান্তি রোধে সংশ্লিষ্ট বিভাগগুলোর সচেতনতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন