Ridge Bangla

জাল টাকায় মোবাইল ক্রয়, পলাতক আসামির ১৪ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে জাল টাকা ব্যবহার করে মোবাইল ফোন কেনার ঘটনায় এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মহিউদ্দিন আল আজাদ (৩৫)। তাঁর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী এলাকায় হলেও তিনি চট্টগ্রাম নগরের বন্দর থানায় বসবাস করতেন। বর্তমানে তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থী ফাহিম মোর্শেদ দেশে এসে নিজের ব্যবহৃত মোবাইল ফোন বিক্রির জন্য ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্ট দেখে মহিউদ্দিন আল আজাদ ৭৮ হাজার টাকায় ফোনটি কেনেন এবং মূল্য পরিশোধ করেন জাল এক হাজার টাকার ৭৮টি নোটে।

পরে জাল টাকার বিষয়টি জানতে পেরে ফাহিম বিদেশে ফিরে গেলে তাঁর মামা নিজামুদ্দিন কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় এবং ২০২৩ সালের জানুয়ারিতে মামলার বিচার শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন