Ridge Bangla

সেপ্টেম্বর মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ জন

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। এটি চলতি বছরের একমাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি। এর আগে জানুয়ারি মাসে সিলেটের সড়কে সর্বোচ্চ ৩৬ জন নিহত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি রোববার (৫ অক্টোবর) এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১১ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ১০ জন গাড়ি চালক এবং ৬ জন পথচারী রয়েছেন।

জেলাভিত্তিক হিসেবে, সিলেট জেলায় ১২টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত, মৌলভীবাজার জেলায় ৬টি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন অনুযায়ী, ১৮টি মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ২ জন এবং বৈদ্যুতিক খুঁটি বা গাছের সঙ্গে ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ, ৭ জন নারী এবং ৪ শিশু রয়েছেন।

নিসচার সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় দৈনিক, অনলাইন সংবাদপত্র এবং নিসচার শাখা সংগঠনের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। উল্লেখ্য, আগস্টে সিলেট বিভাগে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছিল। সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন