Ridge Bangla

শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার, গ্রেপ্তার ৩ জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আনা ২৬৯ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের সখিনা সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে পিকআপ গাড়ি থেকে ভারতীয় শাড়িগুলো জব্দ করে। গ্রেপ্তারকৃতরা হলেন— গাজীপুর জেলার জয়দেবপুরের রুহুল আমিনের পুত্র রায়হান হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের আবুল কাশেমের পুত্র ওমর ফারুক এবং নেত্রকোনা জেলার পূর্বধলার হাছেন আলীর ছেলে মো. আবু তাহের।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে আমদানি করা ভারতীয় শাড়ি বিক্রির উদ্দেশ্যে শ্রীমঙ্গলের দিকে আসছিল। জব্দ করা শাড়ির বাজারমূল্য প্রায় দুই লাখ টাকার বেশি। রোববার গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়। পরে মৌলভীবাজার জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযানটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি সাফল্যের উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে অবৈধ পণ্যের প্রবেশ প্রতিরোধে পুলিশের সচেতনতা এবং জনগণকে আইনশৃঙ্খলা রক্ষা করার বার্তা দেওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা দেশের আইন ও ব্যবসায়িক নিয়মের বাইরে অবৈধ কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন