Ridge Bangla

পোর্টল্যান্ডে সেনা পাঠাতে পারবেন না ট্রাম্প, আদালতের নিষেধাজ্ঞা

মার্কিন ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস থেকে ন্যাশনাল গার্ড সেনা পাঠানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। রবিবার (৫ অক্টোবর) রাতে রায়টি দেওয়া হয়। তবে এর আগে একই আদালত ওরেগনের নিজস্ব ন্যাশনাল গার্ড মোতায়েনের আবেদনও নাকচ করেছিল।

বিচারক কারিন ইমারগাট বলেন, পোর্টল্যান্ডে চলমান প্রতিবাদে সেনা পাঠানোর মতো কোনো পরিস্থিতি নেই। তিনি সতর্ক করে বলেন, রাজ্যের অনুমতি ছাড়া বাহিনী মোতায়েন রাজ্যের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি স্থানীয় উত্তেজনা বাড়াতে পারে।

এদিকে ইলিনয় অঙ্গরাজ্য ও শিকাগো শহরও একইভাবে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। এতে করে স্থানীয় প্রশাসনের সম্মতি ছাড়া সেনা পাঠানো বন্ধ হবে। ইলিনয় গভর্নর জেবি প্রিটজকার এই সিদ্ধান্তকে ট্রাম্পের আগ্রাসন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “রাজ্যের অনুমতি ছাড়া সেনা পাঠানো মানে দেশের ভেতরেই যুদ্ধক্ষেত্র তৈরি করা।” অন্যদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ফেডারেল কর্মীদের সুরক্ষা দিতে টেক্সাস গার্ডকে মোতায়েন করাই সঠিক সিদ্ধান্ত।

ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে পোর্টল্যান্ড ও শিকাগোসহ কয়েকটি শহরে অপরাধ নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন প্রয়োগের অজুহাতে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে সমালোচকরা বলছেন, এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ এবং স্থানীয় প্রশাসনের ক্ষমতায় হস্তক্ষেপ ও নাগরিক স্বাধীনতার জন্য হুমকি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন