Ridge Bangla

আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়নার মতো স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন। তিনি বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছ নির্বাচন করতে চাই, যেন জাতির কাছে গ্রহণযোগ্য হয়।”

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এ মন্তব্য করেন সিইসি। এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। এজন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়।” এছাড়া এআই প্রযুক্তির অপব্যবহার রোধেও ইলেকট্রনিক মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ভোটার তালিকা প্রসঙ্গে সিইসি জানান, হালনাগাদ প্রক্রিয়ায় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। তারা আগে ভোট দিয়ে যেতেন, এবার তালিকা থেকে বাদ পড়েছেন। একইসঙ্গে প্রবাসী ভোটার, নির্বাচন দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবী ও প্রায় ১০ লাখ সরকারি কর্মচারীকে ভোটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “সবার অংশগ্রহণের মাধ্যমে এই কার্যক্রম এগিয়ে নিতে চাই। স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আয়নার মতো স্বচ্ছ করে নির্বাচন করতে চাই।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন