Ridge Bangla

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৫ জন নিহত, লাখো মানুষ বিদ্যুৎবিহীন

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হামলার প্রভাবে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলের লাপাইভকা গ্রামে এই পরিবারের বসবাস।

জেলেনস্কি জানান, রাশিয়া শনিবার (৪ অক্টোবর) রাতে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৫০০ আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করে। তবে ইউক্রেনের বিমানবাহিনী এই সংখ্যা ৫৪৯ বলে উল্লেখ করেছে। হামলার ফলে লভিভে কয়েক ঘণ্টা ধরে গণপরিবহন বন্ধ থাকে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়।

লভিভ অঞ্চলের প্রশাসক মাকসিম কোজিৎসকি বলেন, “২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এটি আমাদের অঞ্চলে সবচেয়ে বড় হামলা।” পাশাপাশি, প্রতিবেশী পোল্যান্ড তাদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে। দেশটিতে ন্যাটোর মিত্রবাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা বৃহৎ পরিসরে ইউক্রেনের সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় সফল হামলা চালিয়েছে। জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের আরও দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন দরকার, বিশেষ করে আকাশ প্রতিরক্ষায়। কেবল আকাশে একতরফা যুদ্ধবিরতিই প্রকৃত কূটনীতির পথ খুলে দিতে পারে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৭

আরো পড়ুন