Ridge Bangla

শিকাগোয় অপরাধ দমনে ট্রাম্পের ৩০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোয় অপরাধ নিয়ন্ত্রণে ৩০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের অনুমোদন দিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন, ডেমোক্র্যাট শাসিত এই শহরে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগে শিকাগোয় অভিবাসনবিরোধী এক সংঘর্ষে এক সশস্ত্র নারী গুলিবিদ্ধ হন। কর্তৃপক্ষ জানায়, কয়েকজন বিক্ষোভকারী তাদের গাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে ধাক্কা দেন, যার পর গুলিবর্ষণ ঘটে। অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের সহকারী সচিব ত্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, “একজন চালক আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয়।”

এদিকে, ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে.বি. প্রিটজকার ট্রাম্পের সিদ্ধান্তকে নতুন করে সঙ্কট তৈরির রাজনৈতিক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ট্রাম্প প্রশাসন আইন প্রয়োগের আড়ালে রাজ্যগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।”

একই দিনে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ২০০ সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত স্থগিত করেন ফেডারেল বিচারক কারিন ইমারগাট। তিনি রায়ে বলেন, “রাষ্ট্রীয় সম্মতি ছাড়া সামরিক বাহিনী ব্যবহার যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করে এবং এটি নাগরিক অসন্তোষ আরও বাড়িয়ে তোলে।” আইনি বিশেষজ্ঞরা বলছেন, শিকাগোয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩০

আরো পড়ুন