বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির মূলনীতি একটাই—“সবার আগে বাংলাদেশ”। কূটনীতির ক্ষেত্রেও এই নীতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ১৭ বছর পর কোনো গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বললেন তিনি। রাষ্ট্র সংস্কার, কূটনীতি, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা মতামত দেন বিএনপির এ শীর্ষ নেতা।
বিবিসি বাংলার প্রশ্ন ছিল, যদি বিএনপি সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে দলটির মূলনীতি কী হবে? উত্তরে তারেক রহমান বলেন, “ভালো প্রশ্ন, বিএনপির মূলনীতি একটাই সবার আগে বাংলাদেশ। আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে এবং এ স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু করা হবে।”
বিবিসি বাংলার সাংবাদিকেরা জানতে চান, এই বক্তব্যকে বৈশ্বিক রাজনীতির একটি প্রভাব বলা যায় কিনা, যেমন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “আমেরিকা ফার্স্ট” স্লোগান ব্যবহার করেছিলেন। এর জবাবে তারেক রহমান বলেন, “না, ওদেরটা ওরা বলেছে। আমি বাংলাদেশি। আমার কাছে বাংলাদেশের স্বার্থই বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থই বড়। কে কী বলল সেটা গুরুত্বপূর্ণ নয়। সবার আগে বাংলাদেশ এটাই আমাদের সহজ নীতি। এটাকে জটিল করার কিছু নেই।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থকে সবার উপরে রাখা বিএনপির রাজনীতির মূল ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র সংস্কার পরিকল্পনা ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও কথা বলেন। ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গেও তিনি মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য, বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এবং সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল এ সাক্ষাৎকার নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এতে অংশ নেন। দুই পর্বের এ সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রায় ১৭ বছর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারেক রহমানের এ সাক্ষাৎকারকে বিএনপি নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।