বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি সতর্ক করে দেন, যদি কেউ ভোট প্রক্রিয়াকে অনিয়মের মাধ্যমে কলুষিত করতে চায়, তবে জনগণই তা প্রতিহত করবে। তার মতে, সুষ্ঠু ভোটে জনগণের প্রতিরোধই হবে মূল শক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সেখানে গৌণ হবে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার পক্ষে প্রায় সবাই একমত। তবে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে গণভোটের দাবি তুলছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করে তুলছে। তিনি মন্তব্য করেন, গণভোট ও পিআরের নামে জাতিকে বিভক্ত করা হচ্ছে, আর এটিই এখন বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “গণভোট যারা জটিল করতে চাইছে, আল্লাহ তাদের হেদায়েত দিন।”
রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রসঙ্গেও সতর্ক করেন বিএনপির এই নেতা। তার মতে, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তা ভবিষ্যতের জন্য ভয়াবহ নজির হয়ে থাকবে। এ ধরনের সিদ্ধান্ত অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া উচিত। তিনি আরও বলেন, জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা ফ্যাসিবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। ৫ আগস্টের আন্দোলনই তার প্রমাণ। তবে আন্তর্জাতিক অঙ্গনে বৈধতার জন্য রাজনৈতিক দল নিষিদ্ধকরণ প্রক্রিয়া আদালতের মাধ্যমে হওয়াই বাঞ্ছনীয়।