Ridge Bangla

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডট বল করার রেকর্ডের মালিক এখন মোস্তাফিজুর রহমান

টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বল অত্যন্ত গুরুত্বপূর্ণ—যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এই একেকটি ডেলিভারি। আর এই ডট বলেরই অপ্রতিদ্বন্দ্বী মাস্টার হয়ে উঠেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের শুরু থেকেই তার বোলিং মানেই ডট বলের ছড়াছড়ি।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে মাত্র চারটি ডট বল দূরে ছিলেন এক অনন্য রেকর্ড থেকে। সেদিন কোনো উইকেট পাননি তিনি, চার ওভারে খরচ করেছেন ৪০ রান। কিন্তু বোলিংয়ের মাঝেই তুলে নেন সাতটি ডট বল, যা তাকে পৌঁছে দেয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের মালিকানায়।

শারজাহতে ম্যাচ শুরুর আগে মোস্তাফিজের ডট বলের সংখ্যা ছিল ১১৩৫। তালিকার শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি, যার সংগ্রহ ছিল ১১৩৮ ডট। তবে ওই ম্যাচের ১৮তম ওভারে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন ফিজ। ম্যাচ শেষে তার ডট বলের সংখ্যা দাঁড়ায় ১১৪২—আর সাউদি নেমে যান দ্বিতীয় স্থানে।

বর্তমানে ১২০ ইনিংসে ১১৪২টি ডট বল করেছেন মোস্তাফিজ। সাউদির সংগ্রহ ১২৩ ইনিংসে ১১৩৮। তালিকার সেরা তিনে আছেন বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান, যার ডট বল সংখ্যা ১০৭৮। এরপর আছেন তাসকিন আহমেদ, যার ডট বল সংখ্যা ৮৩৮।

এই অর্জনের মধ্য দিয়ে মোস্তাফিজুর রহমান প্রমাণ করলেন কেন তাকে বিশ্ব ক্রিকেটে ‘ডেথ ওভার স্পেশালিস্ট’ বলা হয়। প্রতিপক্ষের রানের গতি থামাতে তার জুড়ি নেই। তাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি এখন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের ডট বলের রাজা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৫০

আরো পড়ুন