Ridge Bangla

দর্শনায় ট্রেন দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন দুর্ঘটনায় সোবদুল (৪০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোবদুল দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভ্যানচালক সোবদুল দীর্ঘদিন ধরে হঠাৎ যেখানে-সেখানে ঘুমিয়ে পড়ার অভ্যাসে ভুগছিলেন। শুক্রবার ভোরেও মা ও শিশু হাসপাতালের পেছনের রেললাইনের পাশে শুয়ে ঘুমাচ্ছিলেন। ওই সময় বেনাপোল এক্সপ্রেস দর্শনা হয়ে হল্ট স্টেশন অতিক্রম করে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে এলে অসতর্কভাবে শুয়ে থাকা সোবদুল ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দর্শনা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোবদুল প্রায়ই সারারাত জেগে থাকতেন। ফলে দিনে যেকোনো জায়গায় গিয়ে শুয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার দিনও তিনি অতিরিক্ত ক্লান্তির কারণে রেললাইনের পাশে ঘুমিয়ে পড়েছিলেন। ফলে ট্রেন আসার সময় সরে দাঁড়াতে না পারায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোবদুল পেশায় ভ্যানচালক হলেও স্বাস্থ্যগত সমস্যার কারণে নিয়মিত ঘুমের অসঙ্গতিতে ভুগছিলেন। এ কারণে তার পরিবারের লোকজনও প্রায়ই চিন্তিত থাকতেন। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন