জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে ফের বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (৪ অক্টোবর) কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকের আগে সকালে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করবেন। সেখানে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি ও করণীয় নিয়ে আলোচনা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠককে ঘিরে কমিশন শনিবার একটি পর্যালোচনা সভা করে। এতে জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিশেষজ্ঞদের দেওয়া মতামত পুনরায় যাচাই করা হয়। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাওয়া প্রস্তাব ও সুপারিশও পুনঃবিশ্লেষণ করা হয়।
কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, “আমরা আশা করি না যে সব দল একমত হবে। তবে অধিকাংশ দল যদি একমত হয়ে একটি প্রস্তাব দিতে পারে, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।” উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর থেকে দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। টানা তিন দিন বৈঠক হলেও কোনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। সেই প্রেক্ষিতেই আজকের বৈঠক ডাকা হয়েছে।
জানা গেছে, দলগুলোর সঙ্গে আজকের আলোচনা শেষে আগামীকাল সোমবার বিশেষজ্ঞদের সঙ্গে বসে মতামত যাচাই করবে কমিশন। এরপর মঙ্গলবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে বিশেষজ্ঞদের সুপারিশ জানানো হবে এবং সনদ বাস্তবায়নের কার্যকর উপায় নিয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করার চেষ্টা করা হবে।