ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় সহায়তা করার জন্য ২০ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এতে প্রশাসক, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী প্রতিনিধি, ছাত্র-যুব, পরিবেশকর্মীসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) ডিএনসিসি সূত্রে জানা যায়, এর আগে সচিব মোহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত একটি অফিস আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করা হয়।
সচিব জানান, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটি অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পয়ঃনিস্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, গণপরিসর, ঐতিহ্য সংরক্ষণ, শিশুবান্ধব নগর পরিকল্পনা ও নাগরিক সেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।
এ ছাড়া নগর বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি ও স্বল্পমেয়াদি মহাপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, নগরীর বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসনেও পরামর্শ দেবে কমিটি। প্রতি ছয় মাস অন্তর নিয়মিতভাবে কমিটির সভা আহ্বান করা হবে।