Ridge Bangla

জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে সবসময় সহযোগীর ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। তাই এখন দলটি সাধু সাজার চেষ্টা করলেও জনগণ সেটি মেনে নেবে না। তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করা জরুরি।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান সারজিস। তিনি বলেন, আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জাতীয় পার্টিও সেই একই পথে চলবে। এ সময় শাপলা প্রতীককে কেন্দ্র করে নির্বাচন কমিশনের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সারজিস। তিনি জানান, এনসিপির নির্বাচনী প্রতীক যদি হয়, তবে সেটি শাপলাই হবে। শাপলা প্রতীক নিয়েই তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে চান। কমিশন যদি এ নিয়ে স্বেচ্ছাচারিতা করে, তবে আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জন্য উচ্চকক্ষে পিআর প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু নিম্নকক্ষে এখনো তা বাস্তবসম্মত নয়। এজন্য জামায়াতের সঙ্গে এ বিষয়ে মতানৈক্য থাকলেও অন্যান্য দাবি যেমন জুলাই সনদ, সংস্কার ও বিচারের বিষয়ে এনসিপি সহযোগিতা অব্যাহত রাখবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সারজিস বলেন, ঠাকুরগাঁওয়ের মতো জেলায় অনিয়ম-দুর্নীতি হলে এর দায় শুধু বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নয়, আমাদেরও বহন করতে হয়। তাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে শোষক নয়, জনগণের প্রকৃত সেবক হিসেবে দেখতে চাই।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন