Ridge Bangla

গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনায় হামাসের শর্তসাপেক্ষ সাড়া, জনমনে মিশ্র প্রতিক্রিয়া

গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় হামাসের শর্তসাপেক্ষ ইতিবাচক সাড়া জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরিকল্পনায় সরাসরি ‘না’ না বলে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার শাসনভার প্রযুক্তিনির্ভর ফিলিস্তিনি প্রশাসনের হাতে হস্তান্তরের প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

হামাসের এ কৌশলী প্রতিক্রিয়া অনেক ফিলিস্তিনির কাছে আশার আলো জাগালেও অনেকে এটিকে ফাঁদ বলে আশঙ্কা প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, ইসরায়েল জিম্মিদের মুক্তি পাওয়ার পর আবারও হামলা চালাতে পারে। অপরদিকে কেউ কেউ বিশ্বাস করেন, দীর্ঘ দুই বছরের সংঘাতের অবসান ঘটাতে এই উদ্যোগ ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, তিনি মনে করেন হামাস শান্তির জন্য প্রস্তুত। একইসাথে তিনি ইসরায়েলকে গাজায় আক্রমণ বন্ধের আহ্বান জানান। স্থানীয় বিশ্লেষক ইব্রাহিম ফারেস সতর্ক করে বলেন, “অতিরিক্ত আশাবাদে ভেসে যাওয়া উচিত নয়। বিস্তারিত আলোচনার মধ্যেই আসল জটিলতা লুকিয়ে থাকে।” খলিল আবু শাম্মালা নামের এক বিশ্লেষক জানান, “এটি মূলত হামাসের ক্ষমতায় টিকে থাকার কৌশল।”

তবে ফিলিস্তিনিরা আপাতত অপেক্ষায় আছেন এই কাগুজে প্রতিশ্রুতি আদৌ যুদ্ধের ইতি টানতে পারে কিনা সেটা দেখার জন্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন