Ridge Bangla

শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়ে আফগানদের হারিয়ে সিরিজ বাংলাদেশের

শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে শেষ ওভারে এসে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস এই জয়ে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করল জাকের আলীর দল।

লক্ষ্য ছিল ১৪৮ রানের। তবে ব্যাটিং বিপর্যয়ে পড়েও শেষ মুহূর্তে স্নায়ুর চাপ সামলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা।

শুক্রবার রাতে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২) ও পারভেজ হোসেন ইমন (২), এরপর সাইফ হাসানকে (১৮) হারিয়ে চাপে পড়ে দল। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক জাকের আলী ও শামীম পাটোয়ারী দলের হাল ধরেন।

এর আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইব্রাহিম জাদরান (৩৮) ও সেদিকুল্লাহ আতালের (২৩) উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ হয়। রহমানউল্লাহ গুরবাজ করেন ৩০ রান। নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান করে ১৪৭ রান।

বাংলাদেশ ইনিংসের শেষ দিকে যখন ১২ বলে ১৯ রান প্রয়োজন, তখন অষ্টম উইকেট হারায় দল। তবে আগের ম্যাচের মতোই এবারও নায়ক হয়ে ওঠেন নুরুল হাসান সোহান। তার ২১ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস এবং শরিফুল ইসলামের ৬ বলে অপরাজিত ১১ রানের সহযোগিতায় ৫ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই ৪ উইকেট, রশিদ খান ২ উইকেট এবং নূর আহমেদ ও মুজিব উর রহমান ১টি করে উইকেট নেন।

এই জয়ে সিরিজ ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে আজ শারজায় অনুষ্ঠিতব্য তৃতীয় টি-টোয়েন্টি এখন আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হয়েছে। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার মিশনে রাত সাড়ে ৮টায় মাঠে নামবে জাকের আলী অনিকের দল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন