Ridge Bangla

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের প্রাণহানি

চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৭ জন এবং আহত হয়েছেন অন্তত ৬৮২ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৭ জন শিশু। মোটরসাইকেল দুর্ঘটনা ছিল সবচেয়ে বেশি, মাসজুড়ে ১৫১টি দুর্ঘটনায় ১৪৩ জনের মৃত্যু হয়েছে, যা মোট নিহতের প্রায় ৩৪ শতাংশ। এছাড়া, ১১২ জন পথচারী এবং ৫৬ জন চালক ও সহকারী দুর্ঘটনায় নিহত হয়েছেন।

পেশাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ৪৯ জন শিক্ষার্থী, ১৮ জন ব্যবসায়ী, ৯ জন বিক্রয় প্রতিনিধি, ৭ জন শিক্ষক, ৬ জন রাজনৈতিক কর্মী ও ইউনিয়ন পরিষদ সদস্য এবং ৩ জন সাংবাদিক রয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। ঢাকায় ১২৮টি ঘটনায় ১২৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুর্ঘটনার হার যথাক্রমে ২৪ ও ১৮.৮৩ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে নিহত হয়েছেন ১৪ জন।

সড়কের পাশাপাশি সেপ্টেম্বরে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু ও ৬ জন নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। একই মাসে ২৯টি রেল দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনার পেছনে প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, খারাপ সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকে চিহ্নিত করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনা কমাতে দক্ষ চালক তৈরি, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন নির্ধারণ, মহাসড়কে সার্ভিস রোড ও ডিভাইডার নির্মাণ এবং গণপরিবহনে চাঁদাবাজি বন্ধের সুপারিশ করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন