Ridge Bangla

অক্টোবরেই বাবা-মা হতে চলেছেন আরবাজ-সুরা দম্পতি

বলিউড অভিনেতা আরবাজ খান মলাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের এক বছর পর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর রূপটান শিল্পী সুরা খানকে বিয়ে করেছিলেন। বিয়ের এক বছরেরও কম সময়ের মধ্যে সুখবর এল—আরবাজ বাবা হতে চলেছেন।

এর আগে মলাইকার সঙ্গে তার এক ছেলে আছেন, আরহান খান, যিনি সম্প্রতি স্নাতক হয়েছেন এবং বর্তমানে তার বয়স ২২ বছর। আরহান তার বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন এবং ‘সাধের অনুষ্ঠান’-এ বাবা ও সৎমায়ের জন্য গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি হলুদ থিমে সাজানো হয়েছিল; সুরা ছিলেন হলুদ গাউনে, আরবাজ় হলুদ শার্ট ও সাদা প্যান্টে, আরহানও বাবার সঙ্গে মিলিয়ে হলুদ রঙে সাজান। উক্ত অনুষ্ঠানটি সম্পূর্ণ নিরাপত্তা বজায় রেখে আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বলিউড তারকা সলমন খান, যিনি কিছুটা দেরিতে প্রবেশ করেন। উৎসবমুখর অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠরা আনন্দে মেতে ওঠেন।

প্রথম দিন থেকেই আরহান তার সৎমায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। সূত্রের খবর অনুযায়ী, আরবাজ ও সুরা এখন অক্টোবর মাসের মধ্যে সন্তানকে পৃথিবীতে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় রয়েছেন। দুটি বিয়ের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও, আরহান এবং সুরার সম্পর্ক এতই সুমধুর যে, নতুন সদস্যের আগমনে পরিবারে আনন্দের জোয়ার বইছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন