Ridge Bangla

ঝালকাঠির সব নদীতে ২২ দিনের জন্য ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা

ঝালকাঠিসহ পদ্মা-মেঘনা ও অন্যান্য ইলিশ বিচরণ ক্ষেত্রের নদ-নদীতে আজ থেকে শুরু হয়েছে ২২ দিনের ইলিশ মাছ ধরার কঠোর নিষেধাজ্ঞা। ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা, যা মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে মাছের প্রজাতি রক্ষার উদ্দেশ্যে বাস্তবায়ন করা হচ্ছে।

ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে রাত ১২টা থেকে মৎস্য দপ্তরের তৎপর অভিযান শুরু হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর এবং কোস্টগার্ড ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নদীতে ইতিমধ্যেই অনেক জেলে নোঙর করে রয়েছেন, তবে মৌসুমী জেলেদের আনাগোনা কিছুটা চোখে পড়েছে নলছিটির মাটিভাঙ্গা, সদরের দেউরী ও দিয়াকুল, রাজাপুরের চল্লিশ কাহনীয়া এবং কাঠালিয়ার বিষখালী নদীর কিছু পয়েন্টে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, এবার মা ইলিশ সংরক্ষণের জন্য শুধু নদীতে নয়, নদী তীরবর্তী স্থল পথেও অভিযান চালানো হবে। দিনে ও রাতে পৃথকভাবে ৮টি টহল টিম দায়িত্ব পালন করবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ২২ দিনে মা ইলিশ ধরা, বিক্রি বা ক্রয়ের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে, শুধু ঘোষণায় সীমাবদ্ধ থাকবে না তো বাস্তব মাঠপর্যায়ে কঠোর নজরদারি দেখা যাবে, এটাই এখন মূল বিষয়। সঠিক বাস্তবায়ন হলে মা ইলিশ সংরক্ষণে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন