Ridge Bangla

গাজায় অভিযান স্থগিতের নির্দেশ দিল ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধ করে সামরিক কার্যক্রম সীমিত করার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত আর্মি রেডিও জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে দখল অভিযানের পরিবর্তে কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে থাকতে বলেছে। এর ফলে গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, হামাস সব জিম্মিকে ছেড়ে দিতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত হামাসকে তার ২০ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার আল্টিমেটাম দেন। সময়সীমা শেষ হওয়ার কিছু ঘণ্টা আগেই হামাস আংশিক সম্মতি জানায়।

হামাস জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি। তবে কয়েকটি শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে সংগঠনটি। ট্রাম্প হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি স্থায়ী শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ। হোয়াইট হাউস প্রকাশিত পরিকল্পনায় বলা হয়েছে, প্রথম ধাপে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েল গাজার শত শত বন্দিকে মুক্তি দেবে।

পর্যবেক্ষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সমঝোতা কার্যকর হলে গাজায় দীর্ঘস্থায়ী সংঘাত প্রশমিত হতে পারে। তবে হামাসের শর্তগুলো নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন হতে পারে। ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের এ সিদ্ধান্ত চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন