Ridge Bangla

সোমবার ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে আগামী সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। তিনি বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, আর তুরস্কের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন এ বেরিস একিন্চি। বৈঠকে রাজনৈতিক সম্পর্ক জোরদার করা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

সফরের প্রথম দিনে (৬ অক্টোবর) তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। এরপর পরের দিন অনুষ্ঠিত হবে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এসময় তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টাসহ বিভিন্ন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সামগ্রিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার। এ বাণিজ্যের অধিকাংশই বাংলাদেশের আমদানি। বৈঠকে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সুযোগ ও উপায় নিয়ে আলোচনা হবে। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য সম্প্রসারণ ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন