রঙিন লাল শাড়ি, লম্বা বিনুনি এবং সোনালি অলংকারে ঝলমলে হয়ে শুক্রবার সূর্যাস্তের সময় উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুর। তার উপস্থিতি ছিল ম্যাডডক ফিল্মসের নতুন ছবি ‘থামা’-এর ট্রেলার উন্মোচনের বিশেষ আকর্ষণ।
শ্রদ্ধার ‘স্ত্রী’ ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনার ফলেই তৈরি হয়েছে ম্যাডডকের ‘হরর-কমেডি ইউনিভার্স’, যার নতুন অধ্যায় শুরু হলো ‘থামা’ দিয়ে। বান্দ্রার খোলা আকাশের নিচে, সমুদ্রের হাওয়া এবং ঝমঝমে বৃষ্টির মধ্যে আয়োজিত অনুষ্ঠানে উন্মোচিত হলো ছবির ট্রেলার। উপস্থিত ছিলেন প্রযোজক দিনেশ বিজন, পরিচালক আদিত্য সরপোতদার, অমর কৌশিক, আয়ুষ্মান খুরানা এবং দর্শকরা। এছাড়াও উন্মোচিত হলো ‘হরর-কমেডি ইউনিভার্স’-এর অফিসিয়াল লোগো।
শ্রদ্ধা কাপুর বলেন, “এখন আন্তর্জাতিক ইউনিভার্স ভুলে যাওয়ার সময়। আমাদের নিজস্ব দেশি হরর-কমেডি ইউনিভার্স আছে, যা আমাদের গল্প ও সংস্কৃতিকে তুলে ধরে।” প্রযোজক দিনেশ বিজন যোগ করেন, “আমরা বহু দিন পশ্চিমা সিনেমার ভরসায় থেকেছি, কিন্তু ‘থামা’ আসলে আমাদের সংস্কৃতির বেতালকে কেন্দ্র করে তৈরি। ভারতীয় সিনেমা গত দশকে যে অগ্রগতি করেছে, এই ইউনিভার্স তারই প্রমাণ।”
প্রথমবারের মতো এই ইউনিভার্সে পা রাখলেন আয়ুষ্মান খুরানা। ‘থামা’-তে এক রক্তাক্ত প্রেমকাহিনিতে তাকে দেখা যাবে রাশমিকা মান্দানার সঙ্গে। আয়ুষ্মান বলেন, “অপারশক্তির পর এবার আমি এই ইউনিভার্সে এলাম। এটি আমাদের সংস্কৃতিকে তুলে ধরে এবং ম্যাডডক সব সময় নারীদের জন্য কথা বলে।”
উল্লেখ্য, ট্রেলার মুক্তির আয়োজনেই শ্রদ্ধা নিশ্চিত করলেন, ‘স্ত্রী ৩’ শিগগিরই আসছে। পাশাপাশি ছোটদের জন্য তৈরি হচ্ছে অ্যানিমেটেড ছবি ‘ছোটা স্ত্রী’। ‘থামা’ মুক্তি পাবে এবারের দেওয়ালিতে।