Ridge Bangla

সিন্ডিকেটের কবলে পটুয়াখালীর মাছ-সবজি বাজার, ক্রেতাদের নাভিশ্বাস

পটুয়াখালীর দুমকিতে মাছ ও তরকারির বাজার বর্তমানে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে ক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়রা অভিযোগ করছেন, বাজারে নিত্যপণ্যের দাম স্থির নয়, ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন। পার্শ্ববর্তী মৌকরণ, বগা ও কলসকাঠি বাজারের তুলনায় দুমকির পীরতলা বাজারে মাছ, সবজি ও অন্যান্য নিত্যপণ্য ২০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

আলু, পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি এবং স্থানীয় নদীর মাছ স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, অন্য বাজারে যেতে সময় ও অতিরিক্ত ভাড়া লাগে, তাই বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে। তরকারী ব্যবসায়ী অলিউর রহমান মৃধা বলেন, “পাইকারি বাজারেই দাম বেশি আসছে, আর পরিবহন খরচও বেড়েছে।” তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে দাম স্থিতিশীল থাকলেও দুমকিতে সিন্ডিকেটের কারণে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। না হলে নিত্যপণ্যের দাম আরও অস্থিতিশীল হয়ে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে কেনার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহীন খান স্বীকার করেন, “সিন্ডিকেটের বিষয়টি সত্য। সমিতির পক্ষ থেকে সতর্ক করা হলেও অনেক ব্যবসায়ী ন্যায্যমূল্যে বিক্রি না করে বেশি দাম নিচ্ছে। শিগগিরই বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. এজাজুল হক জানান, “বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ ইচ্ছাকৃতভাবে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন