ভারতের মধ্যপ্রদেশে বিজয়া দশমীর দিন দুর্গা বিসর্জনে ভয়াবহ দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে উজ্জানের ইঙ্গোরিয়ায়। দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য একটি ট্রাক্টর-ট্রলিতে ভক্তরা যাচ্ছিলেন। এ সময় ১২ বছরের এক শিশু ভুলবশত ট্রাক্টরটি চালু করে ফেলে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সেতুর রেলিং ভেঙে চাম্বাল নদীতে পড়ে যায়। এতে ১২ শিশু পানিতে ডুবে যায়। স্থানীয়রা ১১ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়। এখনও এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে পুলিশ ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) নদীতে তল্লাশি চালাচ্ছে। ইতোমধ্যে ডুবে যাওয়া ট্রাক্টরটিও ক্রেন দিয়ে তোলা হয়েছে।
অন্যদিকে একই দিনে খানদাওয়া বিভাগের পান্দানা তহসিলের আরদলা ও জামিল গ্রামের ২০-২৫ জন ভক্ত আরেকটি ট্রাক্টর-ট্রলিতে করে প্রতিমা বিসর্জনে যাচ্ছিলেন। পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে যায়। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৮ জনই কিশোরী। ক্রেনের সাহায্যে ট্রাক্টরটি পানির নিচ থেকে তুলে আনা হয়েছে। তবে এখনও কয়েকজন নিখোঁজ আছেন বলে আশঙ্কা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রলিতে অতিরিক্ত ভিড় থাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও তদন্ত শুরু করেছে। হঠাৎ এসব দুর্ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে এলাকায়।