গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশগ্রহণ করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। তার এই সাহসী পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাত ১টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শহীদুল আলমের প্রশংসা করেন। পোস্টে তারেক রহমান লিখেছেন, “গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহীদুল আলমের উদ্যোগ কেবল সংহতির প্রতীক নয়, এটি বিবেকের এক গর্জন।”
তিনি আরও উল্লেখ করেন, শহীদুল আলম বাংলাদেশের পতাকা উড়িয়ে বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাংলাদেশের জনগণ কখনও অবিচার ও নিপীড়নের কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। এই অংশগ্রহণ শুধু একটি মানবিক অবস্থান নয়, বরং ফিলিস্তিনি জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও ন্যায়ের সংগ্রামে দৃঢ় সমর্থনের প্রতিফলন।
তারেক রহমান বলেন, ইতিহাসের প্রতিটি পর্যায়ে বাংলাদেশ নিপীড়িত ও শোষিত মানুষের পাশে থেকেছে। শহীদুল আলমের এই পদক্ষেপ সেই ধারাবাহিকতারই অংশ, যা জাতির মর্যাদা ও মানবিক দায়িত্ববোধকে আরও উজ্জ্বল করে তুলেছে।
তিনি বিশ্বাস প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানবিক চেতনায় নতুন প্রেরণা যোগাবে। ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ববোধ আরও জোরদার হবে। শহীদুল আলমের অংশগ্রহণকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটি দৃঢ় বার্তা বলে অভিহিত করেন তারেক রহমান। তিনি বলেন, ন্যায় ও মানবতার পক্ষে এই অবস্থান ভবিষ্যতেও ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।