Ridge Bangla

দুপুরের মধ্যে দেশের ৮টি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে

দেশের ৮টি জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এসব এলাকায় হঠাৎ ঝড় বা বজ্রপাতের সঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে। যাত্রী ও জেলেদের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুরের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হবে, সেখানে চলাচল ও কৃষি কাজের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সমুদ্রপথে চলাচলকারী নৌযানগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন