নাটোরের গুরুদাসপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করতে এসে জেল ও জরিমানার শিকার হয়েছে বর। বাল্যবিয়ে বন্ধ করে বরকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
আটক হওয়া বর বাহারুল ইসলাম (২৫) বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী। কনের নাম ইতি খাতুন, তিনি নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অভিযান চলাকালে ইতি জানান, পরিবারের চাপের কারণে অনিচ্ছা সত্ত্বেও তাকে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছিল। বাল্যবিয়ে থেকে মুক্তি পেয়ে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ইতি একজন মেধাবী ও চঞ্চল ছাত্রী। পরিবার জোর করে তার পড়াশোনার পথে বাধা সৃষ্টি করছিল। বাল্যবিয়ে বন্ধ হওয়ায় শিক্ষকরা খুশি হয়েছেন। বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ইউএনও ফাহমিদা আফরোজ জানান, বাল্যবিয়ে কিশোরীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অল্প বয়সে মাতৃত্ব তাদের জীবনকে ঝুঁকিতে ফেলে। এ ধরনের বিয়ে প্রতিরোধে নিয়মিত অভিযান ও স্কুলে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া কিশোরীরা নিজের বাল্যবিয়ে প্রতিরোধে সাহসী ভূমিকা রাখলে পুরস্কৃত করা হবে।