Ridge Bangla

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ মহেশখালীতে আটক ৩

বাংলাদেশ কোস্ট গার্ড কক্সবাজারের মহেশখালী উপজেলায় একটি বিশেষ অভিযান চালিয়ে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ তিনজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাতে মহেশখালী স্টেশন কোস্ট গার্ড এই বিশেষ অভিযানটি পরিচালনা করে।

অভিযান চলাকালীন মহেশখালীর কেরুনতলী সংলগ্ন এলাকায় অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সময় হাতেনাতে ওই তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড রাইফেলের তাজা গুলি এবং ২৫ রাউন্ড শটগানের বিদেশি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন