Ridge Bangla

অবশেষে বিদেশযাত্রার অনুমতি পেলেন রিয়া চক্রবর্তী

দীর্ঘ বিতর্ক, আইনি লড়াই আর মাদক মামলার ছায়া পেরিয়ে অবশেষে মুক্তির স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শুরু হওয়া বহুল আলোচিত মামলার পরিণতিতে চার বছর ধরে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন তিনি। তবে বম্বে হাইকোর্টের নির্দেশে এবার স্থায়ীভাবে ফিরে পেয়েছেন নিজের পাসপোর্ট। এর ফলে ভাঙল তাঁর বিদেশযাত্রার ওপর থাকা দীর্ঘদিনের বিধিনিষেধ।

ভারতীয় গণমাধ্যম জানায়, ২০২০ সালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়াকে গ্রেপ্তার করে। একই বছরের সেপ্টেম্বরে জামিন পেলেও শর্তস্বরূপ তাঁকে পাসপোর্ট জমা রাখতে হয় এবং বিদেশে যেকোনো ভ্রমণের জন্য প্রতিবার আদালতের অনুমতি নিতে হতো। নতুন নির্দেশে সেই জটিলতা আর থাকছে না। এখন থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আগাম সম্পূর্ণ যাত্রাপথ আদালতকে জানালেই হবে।

রিয়া চক্রবর্তী আদালতে আবেদন করে জানান, এই বিধিনিষেধের কারণে বারবার গুরুত্বপূর্ণ কাজের সুযোগ হাতছাড়া হচ্ছিল তাঁর। বিশেষ করে বিদেশে শুটিং, অডিশন ও বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণের জন্য নিয়মিত ভ্রমণের প্রয়োজন হচ্ছে। তাই পাসপোর্ট ফেরত পাওয়াটা তাঁর জন্য অত্যন্ত জরুরি ছিল।

অভিনেত্রীর আইনজীবী আয়াজ খান আদালতে বলেন, জামিনের পর থেকে রিয়া সব শর্ত মেনে চলেছেন এবং কখনও কোনো নির্দেশ অমান্য করেননি। আদালতও সেটি বিবেচনায় নিয়ে তাঁর পক্ষে রায় দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন