Ridge Bangla

আবারও মা হচ্ছেন সোনাম কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাম কাপুর আবারও মা হতে চলেছেন। কাপুর পরিবারে ইতিমধ্যেই আনন্দের হাওয়া বইছে। স্বামী আনন্দ আহুজার সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় দিন কাটাচ্ছেন তিনি। পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সোনাম শিগগিরই ভক্তদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সুখবর ভাগ করে নেবেন।

সোনাম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে হয় ২০১৮ সালের মে মাসে। বিয়ের চার বছর পর, ২০২২ সালের আগস্টে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। ছেলে বায়ুর আগমনে যেমন দম্পতির জীবনে আনন্দ এসেছিল, এবারও নতুন অতিথিকে ঘিরে পুরো পরিবারে উৎসবের আমেজ।

মাতৃত্বকালীন দায়িত্ব সামলাতে গিয়ে সোনাম আপাতত অভিনয় থেকে বিরত রয়েছেন। প্রথম সন্তানকে নিয়ে তিনি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। যদিও দ্বিতীয়বার মা হওয়ার খবরটি এখনো প্রকাশ্যে স্বীকার করেননি সোনাম, তবে কাপুর পরিবারের অন্দরমহল এবং বলিউডের আঙিনায় এই খবর ইতোমধ্যেই বেশ জোরেশোরে ছড়িয়ে পড়েছে।

ক্যারিয়ারের দিক থেকে সোনামের শেষ কাজ ছিল ‘জোয়া ফ্যাক্টর’ ও ‘ব্লাইন্ড’ ছবিতে। এর পর থেকে তিনি বড় পর্দায় অনুপস্থিত। তবে জানা গেছে, তিনি শিগগিরই ‘ব্যাটল ফর বিট্টোরা’ ছবির মাধ্যমে অভিনয়ে ফিরতে পারেন। এদিকে, নতুন অতিথির আগমনে আপাতত তিনি পরিবারকেই অগ্রাধিকার দিচ্ছেন। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে সোনাম কাপুর এবং আনন্দ আহুজা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের খবরটি জানাবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন