Ridge Bangla

চেন্নাই বিমানবন্দরে ৪৮ কোটি টাকার মাদকসহ বলিউড অভিনেতা গ্রেপ্তার

বলিউডের তরুণ অভিনেতা বিশাল ব্রহ্মা (৩২) চেন্নাই বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে এআই-৩৪৭ ফ্লাইটে ফেরার সময় তাকে আটক করে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)।

ডিআরআই জানায়, অভিনেতার কাছ থেকে মেথাকুয়ালন নামের নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়, যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ কোটি টাকা। আসামের বাসিন্দা বিশাল ২০১৯ সালে বলিউডের স্টুডেন্ট অব দ্য ইয়ার-২ সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। তবে চলচ্চিত্রে সাফল্য না পেয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, সেই সুযোগে একটি নাইজেরিয়ান চক্র তাকে মাদক পাচারের কাজে ব্যবহার করে।

তদন্ত সূত্রে জানা যায়, প্রথমে ছুটি কাটানোর প্রলোভন দেখিয়ে বিশালকে কম্বোডিয়ায় পাঠানো হয়। ফেরার পথে চক্রটি তাকে একটি ট্রলি ব্যাগে মাদক বহনের নির্দেশ দেয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বিশাল টাকার লোভে এ কাজে জড়িত হওয়ার কথা স্বীকার করেছেন। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন, আর গোয়েন্দারা মূল চক্রটিকে ধরতে অভিযান জোরদার করেছে।

চলতি বছরের জুনে দক্ষিণী সিনেমার অভিনেতা কৃষ্ণা ও শ্রীকান্তকেও মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করা হয়েছিল। সেসময় নাইটক্লাব মারামারির তদন্তে বড় একটি মাদক সিন্ডিকেটের অস্তিত্ব বেরিয়ে আসে। শুধু তাই নয়, ওই চক্রের সঙ্গে চাকরির প্রতারণা ও জমি দখলকারী দলেরও যোগসূত্র পাওয়া যায়।

তদন্তে জানা গেছে, চক্রের অন্যতম সদস্য প্রসাদ পুলিশের কিছু কর্মকর্তার সহায়তা নিয়ে ফোনকল তালিকা সংগ্রহ করত এবং তা ব্যবহার করে বিভিন্নজনকে ভয় দেখিয়ে টাকা আদায় করত। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মাদুরাইয়ের সশস্ত্র রিজার্ভ হেড কনস্টেবল সেন্টিলকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন