ডেনমার্কে অজ্ঞাত ড্রোনের বিচরণের আতঙ্কের মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ দুই দিনের এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হচ্ছেন। বৈঠকের আলোচনার কেন্দ্রে থাকছে প্রতিরক্ষা জোরদার এবং ইউক্রেনকে সহায়তা বৃদ্ধি।
বুধবার (১ অক্টোবর) কোপেনহেগেনে ২৭ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নেতারা এক অনানুষ্ঠানিক ইউরোপীয় কাউন্সিল সম্মেলনে অংশ নেবেন। পরের দিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের বৈঠক, যেখানে ৪০টিরও বেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। আলোচনায় ইইউ এর পূর্বসীমা সুরক্ষা, প্রতিরক্ষা উদ্যোগ দ্রুততর করা, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা (“ড্রোন ওয়াল”) এবং নতুন নিরাপত্তা প্রস্তাবনা বিশেষভাবে গুরুত্ব পাবে।
ডেনমার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে এ সপ্তাহে সব ধরনের সাধারণ ড্রোন ফ্লাইট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন অঞ্চলে অজ্ঞাত ড্রোন উড্ডয়ন নিরাপত্তা দুর্বলতার নতুন ইঙ্গিত দিচ্ছে, যা নিয়ে ইইউ মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, এ বৈঠকে নেতারা আঞ্চলিক প্রতিরক্ষা জোরদার, উদীয়মান নিরাপত্তা হুমকির মোকাবিলা এবং রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে জোরালো অবস্থান নেবেন।